সোমবার , ১৪ জুলাই ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শিক্ষার্থীদের মধ্যে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করল রাজশাহী জেলা পরিষদ

প্রতিবেদক
editor
জুলাই ১৪, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা পরিষদের আয়োজনে দুই দিনব্যাপী এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের মধ্যে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকালে রাজশাহী জেলা পরিষদ সভাকক্ষে এই চেক বিতরণ করা হয়।

রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) (যুগ্মসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকিউল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার মোঃ মাহমুদুল হাসান, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল ওয়াহাব এবং রাজশাহী মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক শবনম শিরিন। এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী এ. কে. এম আনোয়ার হোসেনসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা।

সংশ্লিষ্টরা জানান, জেলা পরিষদের রাজস্ব বাজেটের আওতায় ২১৩ জন এসএসসি/সমমান শিক্ষার্থীর মধ্যে ৫ হাজার টাকা করে এবং ২৬৩ জন এইচএসসি/সমমান শিক্ষার্থীর মাঝে ৬ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

সর্বশেষ - অন্যান্য